আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৬ ২০:১৭:৪৬

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের বিশেষ উপহার ফুল, ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শেরে বাংলা নগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এবং সহকারী প্রেস সচিব এম এম  ইমরুল কায়েস যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রীর এসব উপহার তুলে দেন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবসে তাদের স্মরণ রাখার জন্য মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক মাস সিয়াম সাধানার পর এই ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ নিয়ে এসেছে। আমি চাই বাংলাদেশের মানুষ এ আনন্দঘন পরিবেশে সারাজীবন বসবাস করবে এবং সুন্দরভাবে থাকবে।’

শেখ হাসিনা আরো বলেন,  ‘আমরা আজ অর্থনৈতিকভাবে শক্তিশালী। বাংলাদেশের গণতন্ত্র আজ সুরক্ষিত। দেশের জনগণের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।’
দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'আমি চাই বাংলাদেশের জনগণ তাদের সারাটি জীবন একটি আনন্দমুখর পরিবেশে কাটাবে এবং আমি চাই তারা সুন্দরভাবে বেঁচে থাকবে।'
শনিবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেন বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে পারি, তাই আমরা চাই। সেভাবেই আমরা এ দেশকে গড়ে তুলছি এবং দেশ সেভাবেই এগিয়ে যাবে। বাধাবিঘ্ন অনেক কিছুই আমাদের অতিক্রম করতে হয়েছে এবং অতিক্রম করতে হবে। তা খুবই স্বাভাবিক। তারপরও যেকোনো দূর্যোগ এলে তা মোকাবেলা করার ক্ষমতা আমাদের রয়েছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে ঈদের নামাজ শেষে সর্বস্তরের মানুষ এসে ভীড় করলে সকাল ৯টায় সাধারণের জন্য গণভবনের গেট খুলে দেয়া হয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন