Sylhet View 24 PRINT

সেলফি তুলতে গিয়ে ২ মেয়েসহ বাবার মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৮ ২২:৩৬:১৬

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পৌনে সাতটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের নরসিংদী সদর উপজেলার বাদুয়ার চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের ভেলানগর মোড়ের চা দোকানদার মো. হাফিজ মিয়া (৪০), তার স্কুল পড়ুয়া মেয়ে তারিন (১৪) ও তুলি (২)।

নিহত হাফিজ মিয়া নোয়াখালীর লক্ষ্মীপুর দওপাড়ার মৃত জহিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, হাফিজ মিয়া তার দুই মেয়েকে নিয়ে বাদুয়ার চর রেলসড়কে হাঁটতে যান। এ সময় ঢাকা থেকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় তিনি সেলফি তোলার চেষ্টা করেন। এতে ট্রেনের ধাক্কায় দুই মেয়েসহ ঘটনাস্থলেই মারা যান হাফিজ মিয়া।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সায়েম চৌধুরী ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইদুজ্জামান বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি পুরানপাড়া রেল সেতুর কাছে পৌঁছালে হাফিজ তাঁর মেয়েদের নিয়ে ট্রেনসহ সেলফি তোলার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।-ঢাকাটাইমস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.