Sylhet View 24 PRINT

মোবাইলে লুডু জুয়া, বিপথগামী যুবসমাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৫ ০০:৪৩:২৭

নাটোরের সর্বত্র মোবাইলে মোবাইলে চলছে জমজমাট লুডু জুয়া। এতে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজ।

বিভিন্ন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন হাট-বাজার ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা ক্লাব ঘরে চলছে এসব লুডু জুয়া। সবচেয়ে বেশি লুডু জুয়া চলছে জেলার চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায়। সচেতন নাগরিকরা মনে করছে এর ফলে ছাত্র ও যুবসমাজ নষ্টের পথে যাচ্ছে। এসব জুয়াকে এখনই বন্ধ না করলে যুবসমাজ বিপথগামী হবে।

সামাজিক সংগঠন ‘চলনবিল ফেসবুক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট খলিল মাহমুদ বলেন, মোবাইলে জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। সবাই যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সিংড়ার কিছু অলিগলিতে মোবাইলে লুডু খেলার নামে জুয়া খেলা চলে। খেলা বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, জুয়া খেলা অপরাধ। কিন্তু এখানে জুয়া খেললেও এদের শনাক্ত করা কঠিন। এটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে নির্মূল করা সম্ভব নয়। তবে সচেতনতা বাড়াতে হবে। বেশি বেশি এর কুফল নিয়ে প্রচার করতে হবে। তাহলে মানুষ নিজ থেকেই বিরত থাকবে। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে তাকে জানাতে অনুরোধ করেন এ পুলিশ কর্মকর্তা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.