আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৫ ১৬:২১:০৩

সিলেটভিউ ডেস্ক :: শিশু কন্যা নাসিমাকে হত্যার দায়ে পিতা আবুল কাশেমকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।

রবিবার বেলা সাড়ে ১১ জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতে বিচাকর কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন পূর্বধলা উপজেলার ধোবাহুগলা গ্রামের আব্দুর গণির ছেলে পলাতক আবুল কাশেম।

আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে আসামি আবুল কাশেম তার নিজ কন্যা নাসিমাকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করে কাশেম।

ঘটনার দু'দিন পর ১২ অক্টোবর আসামি কাশেম নিজেই বাদী হয়ে ৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে বাদি কাশেমকেই একমাত্র আসামি করে ২০১৩ সালের ২৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি কাশেমকে পলাতক রেখেই এ রায় দেয়া হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৫ জুলাই ২০১৮/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন