Sylhet View 24 PRINT

আটটি ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩১ আগস্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১২:৩২:১২

সিলেটভিউ ডেস্ক :: আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ১ হাজার ৬৬৩ জন সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

আগামী ৩১ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পূর্ণমান ১০০ নম্বর। ঢাকা সিটি করপোরেশনের ৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। 

যেসব প্রার্থী ইতোমধ্যে অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেছেন শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে একঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, সমন্বিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০ জন সিনিয়র অফিসার নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.