আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

৪ ঘন্টা পরপর মহাসড়কের আপডেট ফেসবুকে জানাচ্ছে র‌্যাব

ছবিটি র‌্যাবের ফেসবুক পেইজ থেকে নেয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৯ ১৩:৪৮:৫৫

সিলেটভিউ ডেস্ক :: ঈদ যাত্রায় মহাসড়কের কোথায় কী অবস্থা, তা ফেইসবুকের মাধ্যমে সবাইকে জানানোর উদ্যোগ নিয়েছে র‌্যাব।

মহাসড়কের পাশাপাশি রেল স্টেশন ও লঞ্চঘাটের অবস্থাও বাহিনীর বিভিন্ন ফেইসবুক পাতায় জানানো হবে।

কোরবানির ঈদের ছুটিতে নিরাপত্তা নিয়ে  শনিবার এক সংবাদ সম্মেলনে সোশাল মিডিয়া ব্যবহার করে জনগণকে তথ্য দেওয়ার কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, “প্রতি চার ঘণ্টা পর পর র‌্যাবের বিভিন্ন ফেইসবুক পেইজে সড়কের অবস্থান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। এতে সাধারণ মানুষ তার চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।”

মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কগুলোতে র‌্যাবের বিশেষ তদারকি থাকবে বলেও জানান বেনজীর।

কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি মাদক ব্যবসায়ীদের তালিকা প্রসঙ্গে বলেন, যেসব তালিকা বর্তমানে তাদের কাছে আছে, তার বাইরেও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। আর তালিকা নিয়মিত হাল নাগাদ করা হয়ে থাকে।

সিলেটভিউ২৪ডটকম/১৯আগস্ট২০১৮/ডেস্ক/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন