Sylhet View 24 PRINT

হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৯ ১৭:২৩:৪৫

সিলেটভিউ ডেস্ক :: ঝিনাইদহে কলেজছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক গোলাম আযম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন ছোটকামারকুন্ডু গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের নাছিম বিশ্বাস, শিকারপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে মুকুল। মামলায় অপর আসামি ঢাকা আশুলিয়ার ধনাঈদ এলাকার জাকির হোসেন খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে নাছিম ছাড়া অন্যরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর শহরের লাউদিয়া গ্রামের কলেজছাত্র ইমরান বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই ইমরানের বাবা নজরুল ইসলাম অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা র করেন। তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন ৪ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন পুলিশ। এ সময় দন্ডিত তিনজন দন্ড বিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৮/ডেস্ক এলএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.