Sylhet View 24 PRINT

ইউনূসের পরামর্শ নিল ইতালি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১১ ০১:৪৪:২১

যুবকদের বেকারত্ব দূর করার বিষয়ে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ নিল ইতালি। দেশটির উপ-প্রধানমন্ত্রী লুইজি ডি মাইও সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডি মাইও বলেন, তার দল সব বেকারের জন্য নিশ্চিত মৌলিক আয়ের ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এ বিষয়ে প্রফেসর ইউনূসের মতামত জানতে চান।

গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৈঠকে তরুণদের মূলধন সরবরাহ করতে জাতীয় পর্যায়ে একটি সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন নিয়েও তারা আলোচনা করেন। ডি মাইও বলেন, তিনি নাপলসের অধিবাসী যেখানে তরুণদের ৬০ শতাংশই বেকার। তিনি দুঃখের সঙ্গে বলেন, ইতালির মতো একটি ধনী দেশ তার নিজের তরুণদের কর্মসংস্থান করতে পারছে না। এ সময় প্রফেসর ইউনূস বলেন, দরিদ্রদের রাষ্ট্র সহায়তা করলে তারা নির্ভরশীল হয়ে পড়ে। এর বদলে তাদের যোগ্যতা ও সক্ষমতা বিকাশের সুযোগ করে দেওয়া উচিত।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এমডি আরও বলেন, তিনি বরং আর্থিক সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে উদ্যোক্তায় পরিণত করার পক্ষপাতী। তাঁরা উভয়েই তাঁদের আলোচিত বিষয়গুলো এবং এসব বিষয়ে গৃহীত বাস্তব কর্মপন্থাগুলো ফলো-আপ করতে একমত হন। উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ইতালির জাতীয় নির্বাচনের পর ইতালির প্রেসিডেন্ট, নব-নির্বাচিত পার্লামেন্টের স্পিকার, রোমের মেয়র ও টোরিনোর মেয়র প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.