আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিলের সুপারিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৭ ১৫:১৩:২৭

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা না রাখার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের জন্য গঠিত কমিটি।

সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নিজেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা না রাখার সুপাররিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজই (সোমবার) আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছি।

শেয়ার করুন

আপনার মতামত দিন