আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

‘নতুন সরকার আসলেও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রভাব পড়বে না’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৩ ১২:৩৬:২০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে নতুন সরকার এলেও চলমান অর্থনৈতিক অগ্রযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। একইসঙ্গে নির্বাচন আঞ্চলিক ব্যবসার ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।

রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আমাদের প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানসহ অনেকেরই এসডিজি বাস্তবায়নের সক্ষমতা আছে। অর্থনৈতিক উন্নয়নে ভারত আমাদের বড় সহযোগী, এরপর আছে চীন।

তিনি আরও বলেন, দেশের সদ্যসমাপ্ত অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বসতে চায় সরকার। এক্ষেত্রে হিসাব নিরীক্ষকসহ অর্থনীতি সংশ্লিষ্ট সব সংগঠনকে বিষয়টি জানানো হবে। পিবিডিনিউজ

শেয়ার করুন

আপনার মতামত দিন