আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিসিবি'র প্রধান নির্বাচক নান্নুর বাসায় চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৩ ১৩:০৯:২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে।

এশিয়া কাপের জন্য জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। চুরির খবর পেয়ে তিনি আজ সকালে দেশে ফিরেছেন।

এ প্রসঙ্গে নান্নু জানান, ‘খবরটা শুনে আমি সকালেই ঢাকায় এসেছি। বাসায় গিয়ে দেখি সবকিছু ওলটপালট। এখনো সবকিছু জানি না। হিসাব করে দেখতে হবে।’

শনিবার রাত ৯টার দিকে নান্নুর রাজধানীর মোহাম্মদপুরের বাসায় তার এক স্বজন দেখভাল করতে গিয়ে প্রধান দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। কী কী চুরি হয়েছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে রাতে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


শেয়ার করুন

আপনার মতামত দিন