Sylhet View 24 PRINT

হঠাৎ যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ০১:০৬:৫৮

ইসির বৈঠকে বার বার নোট অব ডিসেন্ট দিয়ে আলোচনায় আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হঠাৎ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ব্যক্তিগত সফরে শনিবার (২০ অক্টোবর) তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। তবে আগামী ৩১ অক্টোবর তফসিল ঘোষণার আগেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম নির্বাচন কমিশনারের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন। সেই চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। 
এদিকে আগামী ৩০ অক্টোবরের আগে আরেকটি কমিশন সভা হওয়ার কথা রয়েছে। আর এমন সময় তিনি দেশের বাইরে থাকবেন।
এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) সভায় নিজের বক্তব্য পেশ করার সুযোগ না পাওয়ায় গত সোমবার নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন।
এছাড়াও গত ৩০ আগস্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে সেদিনের কমিশন সভাও বর্জন করেছিলেন মাহবুব তালুকদার।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.