আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আইয়ুব বাচ্চুর মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে শুক্রবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ১৪:৪৪:৫৮

সিলেটভিউ ডেস্ক:: রুপালি গিটার বাদক আইয়ুব বাচ্চুর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে তার কফিন। দুপুরের আগ পর্যন্ত সেখানে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে, এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
তিনি বলেন, ‘দেশজুড়ে সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর অগণিত ভক্ত শ্রোতা আছেন। ব্যাপক এই জনপ্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতে তার কফিনটি সকালে জাতীয় শহীদ মিনারে রাখা হবে।’
সেখান থেকে জুমার নামাজের সময় নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। বাদজুমা প্রথম জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।
এদিকে, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, তার শেষ ঠিকানা হচ্ছে চট্টগ্রামের এনায়েত বাজার পারিবারিক কবরস্থানে, মায়ের কবরে। এ বুঝি সুরের জাদুকরের শৈশবে ফেরা। কারণ, এই এনায়েত বাজারেই তার জন্ম আর বেড়ে ওঠা।

সিলেটভিউ ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন