আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘টানা ১০ বছর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১৩:৪৬:২০

সিলেটভিউ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা ১০ বছর ক্ষমতায় থেকে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ত্যাগ স্বীকার করে দেশ দারিদ্র্যমুক্ত করা তার সরকারের লক্ষ্য উল্লেখ করে আবারো নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী।
সোমবার (২২ অক্টোবর) সকালে বরিশালের নবনির্বাচিত সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমে বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহকে শপথ পড়ান শেখ হাসিনা। পরে বরিশাল সিটির নবনির্বাচিত ৪০ কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শপথ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জনগণের জন্য কাজ করার নির্দেশ দেন।

এসময় তিনি বলেন, ‘প্রতিটি মানুষ যাতে নাগরিক সুবিধা পায় সেদিকে মেয়র ও কাউন্সিলরদের নজর রাখতে হবে।’

সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পগুলো যাতে যথাযথভাবে হয় সেদিকে নজর রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দারিদ্র্যের হার ২১ ভাগে নিয়ে এসেছি। যা ছিল ৪০ ভাগ। আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্র্যের হার হ্রাস করতে সক্ষম হয়েছি। আমরা যারা রাজনীতি করি, তাদের সব সময় চিন্তা করতে হবে শুধু নিজের ভাগ্য গড়া না, তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো বাস করে তারা কি পেল, তাদের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পেরেছি। সেটাই আমাদের লক্ষ্য হতে হবে। যোগাযোগ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা শিক্ষা, সব দিকে বাংলাদেশ উন্নত ও সোনার বাংলাদেশ হিসেবে গড়ে ওঠবে। সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘যেহেতু আজকে আপনারা শপথ নিয়েছেন। সেজন্য দেশে ও জাতির সেবা করে যেতে হবে। এবং সেটা দক্ষতার সাথে করবেন। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের যে কাজগুলো দিয়েছি, সেগুলো যথাযথভাবে করতে হবে। এবং যারা নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র কাউন্সিলর নির্বাচিত করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

সিলেটভিউ ২৪ডটকম/ ২২ অক্টোবর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন