আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যেখানে ইভিএম সেখানেই সেনাবাহিনী: ইসি সচিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১০ ১৮:০০:৫৮

সিলেটভিউ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে বা সেখানে সেনাবাহিনী থাকার কথা জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেসেব কেন্দ্রে কারিগরি সহায়তা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। তবে ইসিতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা সম্মতি দিলে আমরা তাদের ব্যবহার করবো।’

শনিবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

উল্লেখ্য, ৮ নভেম্বর তফসিল ঘোষণার দিন সিইসি তার ভাষণে বলেছিলেন, ‘শহরকেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হবে।’

ক্ষমতাসীন দলের মিছিলসহকারে শোডাউন করে মনোয়নয়ন ফরম সংগ্রহের বিষয়টি আচরণবিধিতে পড়ে কিনা জানতে চাইলে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশে ভোট একটা উৎসব। সেই হিসেবে নির্দিষ্ট এলাকায় এটা হচ্ছে। আমাদের কাছে এটি আচরণবিধি লঙ্ঘন বলে প্রতীয়মান হয়নি।’

শনিবার মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনা কমিশনের জানা নেই বলে ইসি সচিব উল্লেখ করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী সমাবেশের বিষয়ে ইসি সচিব বলেন, ‘তারা আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছিল, যে কারণে সেই বিষয়টি বিবেচনা করে আমরাও অনুমোদন দিয়েছি। তবে, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশ দিয়েছি, নতুন করে কোনও দলকে সভা-সমাবেশ করার অনুমতি না দিতে।’

শেয়ার করুন

আপনার মতামত দিন