Sylhet View 24 PRINT

তফসিল পেছালে আপত্তি নেই: ওবায়দুল কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১১ ১৬:১৭:৫৪

সিলেটভিউ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছালে আওয়ামী লীগের দলীয়ভাবে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।


 ওবায়দুল কাদের বলেন, আমরা বারবার বলেছি ঐক্যফ্রন্ট, বিএনপি, ২০ দলীয় জোট নির্বাচনে আসবে। শিডিউলের ব্যাপারটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। শিডিউল পেছাবেন নাকি পেছাবেন না সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। তবে আমরা মনে করি, শিডিউল পেছানোর ব্যাপারে নির্বাচন কমিশন সময়, বাস্তবতা ও যৌক্তিকতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেবেন।

তফসিল পেছানো নিয়ে সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে কাদের বলেন, আমরা তো গতকালই বলেছি, আমরা কোনো আপত্তি করব না। দলীয়ভাবে আমাদের কোনো আপত্তি নেই। কারণ নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ই এখন নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে নির্বাচন কমিশন এটাও বলেছে, এটা সবার সম্মতিতে হবে। শুধুমাত্র অপজিশন বললেই তো হবে না, আমরা আছি, মহাজোট আছে, সংসদে বিরোধী দল আছে, সব মিলিয়ে সবার সঙ্গে তো আলোচনা করতে হবে।

এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নেতারা তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়েছেন।

সিলেটভিউ ২৪ডটকম/ ১১ নভেম্ভর ২০১৮/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.