আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নয়াপল্টনের ঘটনায় সেই সোহাগ গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১৭:৪১:৩১

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সামনে বুক খুলে দিয়ে ‘এসো গুলি করে মারো’ চিৎকার করা সেই সোহাগকে আটক করেছে পুলিশ। সোহাগ ভুইয়া শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, সোহাগকে ধরতে তার বোন সেলিনাকে আটক করা হয়। পরে সোহাগকে আটকের পর তার বোনকে ছেড়ে দেওয়া হয়।

সোহাগের বাবা জানিয়েছেন, তার ছেলে সোহাগকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তবে ডিবির ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে। গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে সোহাগকে জিন্সপ্যান্ট পরা, কালো শার্টের বোতাম খোলা ও সাদা হেলমেট পরা অবস্থায় পুলিশের একটি গাড়ির ওপর দাঁড়িয়ে উল্লাস করছিল। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল।


সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন