আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

আপিলে মনোনয়ন ফিরে পেলেন না যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৭ ০১:০৬:২৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তারা। তাদের মধ্যে ৫৪৩ জন প্রার্থী ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন।

বৃহস্পতিবার ইসিতে তাদের আপিল-নিষ্পত্তির শুনানি চলছে। এই শুনানিতে অনেকেই প্রার্থিতা ফিরে পেলেও খালি হাতে ফিরতে হয়েছে অনেক প্রার্থীকেই।

আপিলেও যারা মনোনয়ন ফিরে পাননি তাদের মধ্যে রয়েছেন;
চাপাইনবাবগঞ্জ-২ ডা. মোহাম্মদ তৈয়ব আলী (স্বতন্ত্র), মাদারীপুর-৩ আব্দুল খালেক (জাতীয় পার্টি), দিনাজুপুর-২ মোকাররম হোসেন (স্বতন্ত্র), দিনাজপুর-১ পারভেজ হোসেন (স্বতন্ত্র), ঠাকুরগাঁও-৩ এসএম খলিলুর রহমান (বিকল্পধারা), ফেনী-১ মিজানুর রহমান (স্বতন্ত্র), কিশোরগঞ্জ-৩ ড. মিজানুল হক (স্বতন্ত্র), ময়মনসিংহ-৪ আবু সাঈদ মহিউদ্দিন (স্বতন্ত্র),

নেত্রকোণা-১ নজরুল ইসলাম (মুসলিম লীগ), ময়মনসিংহ-২ অধ্যক্ষ ইমদাদুল হক খান (জাতীয় পার্টি), খুলনা-২ এসএম এরশাদুজ্জামান (জাতীয় পার্টি), নাটোর-১ বীরেন্দ্রনাথ সাহা (সাম্যবাদী দল), বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার (বিএনপি), রাঙামাটি (সংসদীয় আসন-২৯৯) অমর কুমার দে (স্বতন্ত্র), বগুড়া-৪ আশরাফুল হোসেন আলম (হিরো আলম), হবিগঞ্জ-২ জাকির হোসেন (বিএনপি), ঢাকা-১৪ শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট), সাতক্ষরা-১ এসএম মুজিবুর রহমান (স্বতন্ত্র), বগুড়া-৬ মাহবুবুর রহমান (বিএনপি),

ব্রাহ্মণবাড়িয়া-৩ বশিরউল্লাহ (স্বতন্ত্র), নওগাঁ-৪ আফজাল হোসেন (স্বতন্ত্র), ঝিনাইদহ-১ আব্দুল ওহাব (বিএনপি), দিনাজপুর-৩ জাহাঙ্গীর আলম (বিএনপি), মৌলভীবাজার-২ মুহিবুল কাদের চৌধুরী (জাতীয় পার্টি-মঞ্জু)।

শেয়ার করুন

আপনার মতামত দিন