আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিজ্ঞান ও ডাকের দায়িত্বে প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১১ ১৪:২০:৪৩

সিলেটভিউ ডেস্ক :: নির্বাচনকালীন সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ শফিউল আলম।

একই প্রজ্ঞাপনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ মন্ত্রণালয়ের কাজ করবেন।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তিনিও একসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

খন্দকার মোশাররফ হোসেন এর আগেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন