আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

যে কারণে ফিরে গেলেন মেজর হাফিজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৩ ০১:৫৬:৫০

লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়েও লঞ্চে হামলা হওয়ায় নির্বাচনী এলাকায় আসতে পারেননি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার সন্ধ্যায় ঢাকা সদরঘাটে তাসরিফ লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন মেজর হাফিজ। এ সময় সদরঘাটের একদল দুর্বৃত্ত লঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। পরে মেজর হাফিজ দলীয় লোকজন নিয়ে ফিরে যান।

এ বিষয়ে মেজর হাফিজ বলেন, আমার নির্বাচনী এলাকায় লঞ্চ যোগে রওয়ানা দিলে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা ও লঞ্চ ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়।

এ ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

অপরদিকে লালমোহন রমাগঞ্জ ইউনিয়নে বিএনপি অফিস ভাঙচুর হয়েছে। বুধবার সন্ধ্যায় রমাগঞ্জ আজাহার রোড এলাকায় ডা. আজাহার উদ্দিন স্মৃতি সংসদে দুর্বৃত্তরা হামলা চালিয়ে টিভি ও চেয়ার টেবিল ভাঙচুর করে। দুর্বৃত্তদের হামলায় তিন বিএনপি কর্মী আহত হয়েছে।

অপরদিকে রমাগঞ্জ ৮নং ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগ অফিসেও হামলা ও ভাংচুর হয়েছে বলে জানায় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আপনার মতামত দিন