আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ০১:০৪:১৫

মহান বিজয় দিবসে বাঙালি জাতিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় কানাডা বাংলাদেশের পাশে রয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এখন ভালোভাবেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় এ দিনে দু'দেশ তাদের উন্নয়নে সহযোগিতার হাত আরও প্রশস্ত করবে বলেও উল্লেখ করেন জাস্টিন ট্রুডো। এদিকে, বিজয় দিবস উদযাপিত হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লিতেও। রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে টুইট করেন। আলাদা টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন দিল্লিতে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।


শেয়ার করুন

আপনার মতামত দিন