Sylhet View 24 PRINT

ঝাঁটা হাতে শহর পরিষ্কার কর্মসূচিতে মাশরাফির মা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৭ ০১:০৬:১২

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধার্থে নড়াইলে পরিচ্ছন্ন কর্মীদের ছুটি দিয়ে শহর পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছেন মাশরাফি ভক্ত এক ঝাঁক তরুণ। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় বিজয় দিবসের শুরুতে এই কর্মসূচির সূচনা করেন মাশরাফির মা হামিদা মর্তুজা। শনিবার রাত সাড়ে ৯টায় নড়াইল শেখ রাসেল সেতুর প্রান্তে রাস্তায় ঝাড়ু দিয়ে তিনি কিশোরদের সঙ্গে এই পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন।

হামিদা মর্তুজা ছাড়াও এ সময় মাশরাফির মামা নাহিদ হোসেন, মাশরাফির ছোটভাই সিজার, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহিরসহ শতাধিক কিশোর-তরুণ-যুবক এই কর্মসূচিতে অংশ নেন। বিজয় দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ এলাকায় গিয়ে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়।
 
তরুণদের সঙ্গে এ রকম একটি কর্মসূচিতে অংশ নেওয়া প্রসঙ্গে মাশরাফির মা হামিদা মর্তুজা সাংবাদিকদের বলেন, আমার ছেলেদের সকল ভালো কাজের সঙ্গে আমি আছি, আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ব, ছোটদের এই সব দেশ গড়ার কাজকে আমরা বড়রা এগিয়ে নিতে চাই- দেশটাকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.