Sylhet View 24 PRINT

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে: সিইসি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১৭:৫৫:৫৪

সিলেটভিউ ডেস্ক :: আসন্ন সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য ‘তার ব্যক্তিগত ও অসত্য’। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। নির্বাচনে ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা বড় কিছু নয়। সেগুলো আবার স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীই সমাধান করছে।

মঙ্গলবার রাঙামাটিতে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এসব কথা বলেন। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট সামনে রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া লিখিত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’

মতবিনিময় শেষে সাংবাদিকদের সিইসি বলেন, ‘মাহবুব তালুকদারের বক্তব্য ‘তার ব্যক্তিগত ও অসত্য’। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এ নির্বাচনে সকল কর্মকর্তারা নিরপেক্ষ ভুমিকা রাখবে। দেশে নির্বাচনী পরিবেশ ভাল আছে। সব মিলিয়ে লেভেল ফিল্ড পরিবেশ বিদ্যমান আছে। প্রার্থীরা সবাই স্বতস্ফুর্তভাবে নির্বাচনী প্রচারণা করছে।’

পার্বত্য জেলায় সব ভোট কেন্দ্রে সেনাবাহিনী

নির্বাচনের সময় পাহাড়ে প্রত্যেকটা কেন্দ্রে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, সারাদেশের মতো পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে। দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।’

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসমারিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও তিন পার্বত্য জেলার বিগ্রেড কমান্ডার, তিন বিজিবির সেক্টর কমান্ডার, তিন পার্বত্য জেলা প্রশাসক,  তিন পুলিশ সুপার, তিন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিন জেলার সকল থানার ওসিরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলায় মোট ১১ লাখ ভোটার রয়েছেন। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.