আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

‘শ্রমিক আন্দোলনের পেছনে উসকানি কি-না দেখবে গোয়েন্দা সংস্থা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১২ ১৫:৩২:১৩

সিলেটভিউ ডেস্ক :: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি-না সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

কমিশনার বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে কেউ যদি ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এছাড়াও শ্রমিকদের দাবির বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। খুব শিগগির তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে।

এ সময় শ্রমিকদের সড়ক ছেড়ে দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।
সৌজন্যেঃ যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১২ জানুয়ারি ২০১৯/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন