আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

টিআইবির প্রতিবেদন ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ সিইসির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৬ ২০:০৮:২২

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার (১৬ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিআইবির ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।

নির্বাচন কমিশনের ভূমিকা লজ্জাকর বলছে টিআইবি- এর উত্তরে সিইসি বলেন, এটা অসৌজন্যমূলক মন্তব্য। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুধু গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, নির্বাচনী তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। এমন হয়নি। টিআইবি যেরকম বলেছে, তার সতত্য নাই।

প্রসঙ্গত, গত মঙ্গলবার টিআইবি সংসদ নির্বাচন নিয়ে গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করে সংবাদ সম্মেলনে জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনের এক বা একাধিক ভোটকেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪১ আসনে জাল ভোট পড়েছে। আর ৩৩ আসনে আগের রাতেই ব্যালটে সিল মারা হয়েছে।

সৌজন্যেঃ পূর্বপশ্চিম

সিলেটভিউ ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০১৯/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন