আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

'প্রবৃদ্ধি ১০ ভাগে নেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৩:১৭:১৪

সিলেটভিউ ডেস্ক ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর আজ (১৭ জানুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। এ সময় মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিতে চায় সরকার। আগামী ৫ বছরে দেশের প্রবৃদ্ধি ১০ ভাগে নেয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

সৌজন্যেঃ সময়

সিলেটভিউ ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/এমএইচআর


শেয়ার করুন

আপনার মতামত দিন