Sylhet View 24 PRINT

বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তানের কৃতজ্ঞতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২০ ২১:০০:২২

সর্বদা ফিলিস্তানের পাশে থাকায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তান। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলানায়তনে আরবী বিভাগের শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ ও ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে।
অনুষ্ঠানে আরবী বিভাগের চেয়ারম্যন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে তিনি বলেন, তোমরা লেখা-পড়ায় মনোযোগী হবে এবং বিশ্ববিদ্যালয় প্রদত্ত সকল সুযোগ-সুবিধার সদব্যবহার করবে। দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.