আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

দাদার যে দু’টি কথা মন্ত্রীদের মেনে চলতে বললেন প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২১ ১৭:০১:৫৫

সিলেটভিউ ডেস্ক ::  নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর সোমবার প্রথমবারের মতো নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দাদার দেওয়া দুটি উপদেশের কথা মন্ত্রীদেরকে স্মরণ করিয়ে দেন এবং তা মেনে চলার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনীতে আপনারা নিশ্চয়ই পড়েছেন- আমার দাদা তার ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, ‘যে কাজই করো না কেনো- সিনসিয়ারিটি অব পারপাস অ্যান্ড অনেস্টি অব পারপাস’। আমি মনে করি এই দু’টি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নতুন মন্ত্রিপরিষদ যে কাজই করবে, এই দু’টি কথা মনে রাখবে। আপনারা নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। এ কথাটা মনে রাখতে হবে।

তিনি বলেন, জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কর্তব্য রয়েছে। সে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সঙ্গে কাজ করলে সফল হবোই। সততার শক্তি অপরিসীম। সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৯/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন