আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সঙ্গীত পরিচালক বুলবুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১২:১৭:৪৪

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুলবুলের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘তার (আহমেদ ইমতিয়াজ বুলবুল) মৃত্যুতে বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্র হারাল।’

এর আগে আজ সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় আহমেদ ইমতিয়াজ বুলবুল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স তার হয়েছিল ৬৩ বছর।

সৌজন্যঃ সময়

সিলেটভিউ ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন