Sylhet View 24 PRINT

সৈয়দ আশরাফের আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১৯:১৮:১৫

সিলেটভিউ  ডেস্ক ::  আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য কিশোরগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৩ ফেব্রুয়ারি এবং প্রর্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার আগারাগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। দেশে না থেকেও একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।

সৌজন্যেঃ যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এমএইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.