Sylhet View 24 PRINT

চকবাজার ট্র্যাজেডি: জাতিসংঘ মহাসচিবের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৩ ১২:২৯:৩৩

সিলেটভিউ ডেস্ক :: পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।

রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বরাবর পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, নির্মম সেই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইলো সমবেদনা। সেইসঙ্গে ২০ ফেব্রুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য করেছেন তিনি।

চিঠিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে যেকোনো ধরণের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার ওয়াহিদ চেয়ারম্যানের চারতলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি, পেছনের একটি এবং সরু গলির বিপরীত পাশের দুটি ভবনে। আগুন লাগার পরপরই চার তলা ভবনটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। আগুনের সময় রাজমনি হোটেলের সামনের রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে ভবনে ও রাস্তায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৬৭ জন মারা যান।

সিলেটভিউ ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ পূর্বপশ্চিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.