Sylhet View 24 PRINT

চকবাজারের ঘটনায় বিএনপি জড়িত: হাছান মাহমুদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৪ ০১:১৭:২২

মির্জা ফখরুলের সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চকবাজারে আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে পেট্রলবোমার মতো চকবাজারে আগুনের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। এটি খতিয়ে দেখা প্রয়োজন।’ 

গতকাল চট্টগ্রামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য  দেওয়ার সময় চকবাজার অগ্নিকা- নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশে গণতন্ত্র নাই বলে চকবাজারে আগুন লেগেছে’- এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই বক্তব্যের মাধ্যম ফখরুল সাহেব তাহলে প্রকারান্তরে এটিই বলেছেন যে, এই অগ্নিকা-ের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে। কারণ গণতন্ত্র নাই বিধায় তারা মানুষের ওপর  পেট্রলবোমা নিক্ষেপ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ৫০০-এর  বেশি মানুষকে তারা পেট্রলবোমা নিক্ষেপ করে হত্যা করেছে। সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেব সম্পর্কে আমার ধারণাটা অনেক উঁচু ছিল। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে তিনি প্রচ- অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নাই বলে চকবাজারে আগুন লেগেছে- এটি কী রকম দায়িত্বহীন কথা, এটা আর বলার অপেক্ষা রাখে না।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘আমি তাদের বলব, এ ধরনের অবান্তর কথা না বলে জাতীয় ঐক্য এবং সংহতির স্বার্থে আসুন সবাই মিলে যারা নিহত ও আহত হয়েছেন- তাদের পরিবারের পাশে দাঁড়াই।’
-বাংলাদেশ প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.