Sylhet View 24 PRINT

ধনীদের লোভের পরিণতি এ আগুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৪ ০১:১৮:০৩

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ের জন্য ‘ধনীদের লোভ’ কে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ গণমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। সূত্র : অনলাইন।

গতকাল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘একটি ছোট্ট দোকানে অনুমোদনবিহীনভাবে রাখা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে দোকানের পাশের একটি আবাসিক ভবনে, যেখানে রাখা ছিল বডি ¯েপ্রর হাজার হাজার  বোতল। তখন বিস্ফোরিত হতে শুরু করে সেগুলো। এভাবেই হু হু করে আগুন ছড়িয়ে পড়ে।’

মূলত ভবনে অবৈধভাবে রাখা রাসায়নিক কেমিক্যাল মজুদের বিষয়টিকেই ভয়াবহ এই পরিণতির প্রধান কারণ হিসেবে দায়ী করেছে পত্রিকাটি। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, ‘বাংলাদেশ এশিয়ার দরিদ্র দেশগুলোর একটি। কিন্তু দারিদ্র্য আর ঘনবসতি নয়, পুরান ঢাকার আবাসিক ভবনে মজুদ করে রাখা অনুমোদনবিহীন রাসায়নিক ও দাহ্য পদার্থই এই প্রাণহানির জন্য দায়ী। মুনাফার স্বার্থে ধনী ব্যবসায়ীরা কখনো ঘুষ দিয়ে, কখনো আবার গোপনে আইন ভঙ্গ করে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের মতো দ্রব্য আবাসিক ভবনে রেখে দেয়।’

অনুসন্ধানে বলা হয়েছে, ‘চকবাজারের বাসিন্দারা ধনীদের ওই লোভের আগুনেই পুড়ে মরেছেন।’ নিজাম উদ্দিন আহমেদ নামে ঢাকার একজন প্রকৌশলীর বরাত দিয়ে এতে বলা হয়, ‘এটি দারিদ্র্যের ব্যাপার নয়, এটি লোভের পরিণতি।’

তিনি বলেন, ‘যে মানুষগুলো আবাসিক ভবনে এই রাসায়নিক ও দাহ্য পদার্থ মজুদ করছেন, তারা সবাই ধনী। তাদের রয়েছে সুন্দর বাড়ি ও গাড়ি। তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বিদেশে।’ তিনি উল্লেখ করেন, সরকারের উচিত এদের প্রত্যেকের বাড়িতে হানা দেওয়া এবং বলা ‘দূর হও’ এখান থেকে। কিন্তু তারা (সরকার) এটা করে না।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.