Sylhet View 24 PRINT

নিউজিল্যান্ডে হামলায় নিহত ড. সামাদ ও হোসনে আরার দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ১১:৩৫:২৯


সিলেটভিউ ডেস্ক:: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে বন্দুকধারীর গুলিত নিহত ৫ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুজনের লাশ দাফন করা হয়েছে। আর বাকি ৩ জনের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান।

লাশ যাদের দাফন করা হয়েছে তারা হলেন-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আবদুস সামাদ ও সিলেটের ফরিদ আহমেদের স্ত্রী হোসনে আরা আহমেদ।

এর আগে এই ৫ জনের জানাজা নিউজিল্যান্ড পুলিশের তত্ত্বাবধানে সব লাশের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তারপর প্রক্রিয়া অনুসারের এক এক করে দাফন করা হচ্ছে সব লাশ।

তবে নিহত ৩ বাংলাদেশির লাশ কবে নাগাদ দেশে ফেরত পাঠানো হবে তা নিশ্চিত করা যায়নি।

যাদের লাশ ফেরত পাঠানো হবে তারা হলেন-ওমর ফারুক, মোজাম্মেল হক ও জাকারিয়া ভুঁইয়া।

জাকারিয়া ভুইয়ার স্ত্রী ইতিমধ্যে তার লাশ গ্রহণের জন্য নিউজিল্যান্ডে পৌঁছেছেন। আর নিহত মোজাম্মেলের ভাই খুব শিগগিরই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ওমর ফারুকের পরিবার সেখানে কাউকে পাঠাবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

প্রসঙ্গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হন ৫০ জন। আহত হন অন্তত ৪৮ জন। কট্টর শ্বেতাঙ্গ বর্ণবাদী ২৮ বছরের ব্রেনটন টেরেন্ট এ হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে বাংলাদেশের ৫ জন রয়েছেন।

সিলেটভিউ ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/মিআচ

সৌজন্যে: যুগান্তর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.