Sylhet View 24 PRINT

ইভিএমে ভোট হলে নিহতের ঘটনা ঘটতো না: রফিকুল ইসলাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২২ ১৭:৩৪:৪০

সিলেটভিউ ডেস্ক::  নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ১৮ মার্চ রাঙ্গামাটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলে ৮ জন নিহতের ঘটনা ঘটতো না। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষ করে দায়িত্বরতরা নির্বাচন কেন্দ্র থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারতেন।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের চতুর্থ ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি আরো বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন। ভোট দানে কেউ বাধা দিলে তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। যদি কোনো নির্বাচনী কর্মকর্তা ভোটারদের ভোটাধিকার হরণের চেষ্টা করেন, তাহলে ভোটের সব দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।

রফিকুল ইসলাম আরও বলেন, বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলায় প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। যার ফলে আমরা বিকেল ৫টার মধ্যে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করতে পারব।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও পটুয়াখালীতে ৩১ মার্চ নির্বাচনে উপলক্ষে মোট ৭টি উপজেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ ২৪ডটকম/২২ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.