Sylhet View 24 PRINT

হুমকি নেই, তবে সতর্ক আছি আমরা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ১৬:২৩:৫৯

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশে কোনো হুমকি না থাকলেও শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল এবং আছে।

শ্রীলংকায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী নিহত ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় সোমবার দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিম এমপির বাসায় তাকে সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে হলি আর্টিজানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না।
তিনি আরও বলেন, জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার দেশে আসবে। তবে আপাতত শ্রীলংকায়ই চিকিৎসা চলবে মশিউল হক চৌধুরীর।


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.