Sylhet View 24 PRINT

বান্দরবানে বোমা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৭ ১৫:২২:২৫

সিলেটভিউ ডেস্ক :: বান্দরবানে বোমা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হেলিকপ্টারে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয়েছে।

আইএসপিআর সূত্রে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তার পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে অপর একটি সূত্র জনিয়েছে নিহত সৈনিকের নাম মো. জাহিদ। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর উপজেলার আমতলী নামক স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এর পেছনে কাদের হাত রয়েছে তা এখনও জানা যায়নি।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে সেনাবাহিনীর কোনো সদস্য অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি।



সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ ২৪ডটকম/১৭ মে ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.