Sylhet View 24 PRINT

কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না: খাদ্যমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৫ ২২:০৪:২০

সিলেটভিউ ডেস্ক :: কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের দুর্ভোগ কমাতে সারাদেশে ২০০টি প্যাডি সাইলো নির্মাণ করা হবে, খাদ্য গুদামে ধান নিয়ে এসে কৃষকদের যেন দুর্ভোগ পোহাতে না হয় এবং বাড়িতে ফেরত নিয়ে যেতে না হয়।

তিনি বলেন, খাদ্য গুদাম কর্মকর্তারা যেন অনিয়মের সঙ্গে জড়িত না হন, সেজন্য কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না।

যদি কোনো অনিয়ম হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য কর্মকর্তাদের আলোকিত খাদ্যবিভাগ তৈরি করতে হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় মহাদেবপুর উপজেলা পরিষদের সহকারী ভূমি কমিশনার (অ্যাসিল্যান্ড) আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন প্রমুখ।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৫ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.