Sylhet View 24 PRINT

শিবগঞ্জের সেই যুবকের কব্জি কেটে নেয়ার মামলায় চেয়ারম্যানসহ ৫ জন রিমান্ডে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২১ ১৩:০৪:১৯

সিলেটভিউ ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যুবকের দুই হাতের কব্জি কেটে নেয়ার মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ পাঁচজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকালে শিবগঞ্জ থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত ‘খ’ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হোসেন প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার সহযোগী তারেক আহেম্মদ, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম ও তারিক হাসান রিমন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) জাহাঙ্গীর হোসেন জানান, অধিকতর তদন্ত ও আলামত সংগ্রহের জন্য আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার আরও আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মার খেয়াঘাট নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার লোকজন রুবেল হোসেনকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়।

ওরপর দুটি হাতের কব্জি কেটে ফেলে। বর্তমানে রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত রুবেলের মা রুলি বেগম ফয়েজকে মূল আসামি করে ২২ জনের নামে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

সৌজন্যে : যুগান্তর

সি‌লেট‌ভিউ২৪ডটকম/২১ সে‌প্টেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.