Sylhet View 24 PRINT

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিচালকসহ আটক ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২২ ১৪:২১:২৪

সিলেটভিউ ডেস্ক ::  টার্কি মুরগির ১৯শ খামারিদের কাছ থেকে ৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে রংধনু শপিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক বাবলু রায় (৪৫) ও তার স্ত্রী মুক্তি রানী (৪০) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বাবলু রায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংধনু ট্রেডার্সের মালিক।


দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঠাকরগাঁও থানায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ৩টি মামলা রয়েছে এবং ২০টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে শনিবার রাতে গোয়েন্দা পুলিশ এক প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওয়াহেদ আলী। তিনি আরো বলেন, খামারিদের টাকা আত্মসাৎ করে ৩ মাস ধরে গা ঢাকা দিয়েছিল ওই পরিচালক। গোপন সূত্রে তার উপস্থিতি টের পেয়ে অভিযোন চালিয়ে বাবলু রায়কে গ্রেফতার করা হয়।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সি‌লেট‌ভিউ২৪ডটকম/২২ সে‌প্টেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.