Sylhet View 24 PRINT

সংযুক্ত আরব আমিরাতে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ২১:০৮:১৫

সিলেটভিউ ডেস্ক :: চার দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

আগামী ১৬-১৭ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিতব্য আবুধাবী ডায়ালগের ৫ম মিনিস্ট্রিয়াল কনসালটেশনে যোগ দেবেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্স অ্যান্ড ইমিরাটাইজেশনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইমরান আহমদ।

বাংলাদেশি কমিউনিটির সঙ্গে শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় করবেন ইমরান আহমদ এবং রাস আল খাইমারে বাংলাদেশ ইংলিশ প্রা. স্কুল (প্রস্তাবিত নাম শেখ মুজিবুর রহমান স্কুল) প্রজেক্টের অগ্রগতি পরিদর্শন করবেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শিল্প, কারখানা পরিদর্শন করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও উপ-প্রধান শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.