Sylhet View 24 PRINT

প্রবাসে অবৈধ বাংলাদেশি ভোটার হতে পারবেন না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ২০:২৭:৫২

সিলেটভিউ ডেস্ক :: সম্প্রতি ‘ভোটার তালিকা বিধিমালা, ২০১২’ – এর সংশোধন আনা হয়েছে। সংশোধনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকার আওতায় আনতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে এ সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশোধন অনুযায়ী, ১ নম্বর বিধির ২-এর ‘খ’ উপধারার (ছছ) অনুযায়ী, ‘প্রবাসী অর্থ বিদেশে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি কোনো নাগরিক’। অর্থাৎ অবৈধ প্রবাসী কোনো বাংলাদেশি প্রবাসে ভোটার হতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘যারা বিদেশে আছেন, বাংলাদেশের পাসপোর্ট নেই, তাদের কীভাবে আমরা বিবেচনা করব? সে যখন দেশে আসবে, তখন সে ভোটার হবে। তাদের যদি বাংলাদেশের পাসপোর্ট না থাকে, সে ভারতীয়, পাকিস্তানি, নাকি মিয়ানমারের, সেটা আমরা কী করে বুঝব।’

‘বাংলাদেশের পাসপোর্ট যাদের থাকবে না, তাদের আমরা বিবেচনায়ই নেব না’, যোগ করেন মোখলেছুর রহমান।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকার আওতায় আনতে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে ইসি। প্রথমে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় আনা হবে।

সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.