Sylhet View 24 PRINT

চার্জার লাইটের ভেতরে ৮ কেজি স্বর্ণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১১ ২১:৪৯:২৫

সিলেটভিউ ডেস্ক :: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর চার্জার লাইটের ভেতর থেকে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকার বেশি।

সোমবার বেলা ১১টায় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীর কাছে থাকা চার্জার লাইটের ভেতর ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, ফটিকছড়ির আখতারুজ্জামান খান নামের ওই যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল। বিমান অবতরণের পর ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আখতারুজ্জামান স্বীকার করলে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.