Sylhet View 24 PRINT

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ৭ ঘণ্টা পর শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ১১:৩৮:৩০

সিলেটভিউ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ঢাকার রেল যোগাযোগ শুরু হয়। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ নভেম্বর ২০১৯/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.