Sylhet View 24 PRINT

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ১৮:২৫:৩৪

সিলেটভিউ ডেস্ক :: কুড়িগ্রামের উলিপুর সীমান্তে বিএসএফের গুলিতে সবুর মিয়া (৩১) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রৌমারীর দাঁতভাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডল জানান, শুক্রবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার হলহলিয়া খাল পাড় হয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে যাচ্ছিল। এ সময় জিরো লাইনে কাঁটাতারের পাশেই বিএসএফ সদস্যরা তার ওপর গুলিবর্ষণ করে। এ সময় কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। দীর্ঘক্ষণ লাশ পরে থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
নিহত যুবক ভারতের আসাম রাজ্যের সিংগিমারী জেলার সুখচর থানার শান্তিপুর গ্রামের মৃত মুনসুর ভূঁইয়ার পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.