Sylhet View 24 PRINT

নববধূকে নিতে এসে শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই-বাবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ১৪:২২:১১

সিলেটভিউ ডেস্ক :: চাঁদপুরের কচুয়ায় শ্বশুরবাড়িতে নববধূকে নিতে এসে পাঁচ দিন ধরে শিকলবন্দি ছিলেন ছেলে শিপন (৩৫) ও তার বাবা মিলন মিয়া।

বুধবার বিকালে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের খিলা গ্রামের পাটওয়ারীবাড়ির একটি ঘর থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

কচুয়া থানার ওসি মো. ওয়ালীউল্লাহ অলি ও এসআই মো. মনিরুজ্জামান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শিপন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামসোনা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত শনিবার রাতে শিপন তার বিবাহিত স্ত্রী হালিমা বেগমকে নিতে শ্বশুরবাড়ি কচুয়ার খিলা গ্রামে আসেন।

নববধূর পরিবারের লোকজন শিপনের ওপর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তার পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরের একটি কক্ষে তালা দিয়ে আটক করে রাখেন।

সংবাদ পেয়ে সোমবার শিপনের বাবা-মা ময়মনসিংহ থেকে এলে হালিমাকে তালাক দেয়ার কথা বলে কাবিননামার এক লাখ ১০ হাজার টাকা দাবি করে শিপনের বাবা মিলনকেও আটক করে রাখেন। মঙ্গলবার শিপনের মা শিল্পী বেগমকে টাকা নিয়ে আসার জন্য তাদের বাড়ি মযমনসিংহ পাঠানো হয়।

জানা যায়, শিপন ও হালিমার মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর দুপক্ষের পারিবারিক সম্মতিতে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় বাবার ভাড়াটিয়া বাসায় গত ১৯ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. ওয়ালীউল্লাহ অলি জানান, অবশেষে দুই পরিবারের সদস্যদের নিয়ে তা মীমাংসা করা হয়েছে। বর্তমানে শিপন তার শ্বশুরবাড়ি কচুয়ার খিলা গ্রামে রয়েছেন।

পরে শিকলে বন্ধী থেকে মুক্ত শিপন ও তার বাবা মিলন মিয়া।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.