Sylhet View 24 PRINT

নিজের সন্তান না থাকলেও হাজেরা এখন ৪৪ শিশুর মা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ১২:১০:৪৫

সিলেটভিউ ডেস্ক :: ২০১০ সালে রাজধানীর আদাবরে হাজেরা বেগম শুরু করেন 'শিশুদের জন্য আমরা'-- নামে সংগঠনের কার্যক্রম। নিজের সীমিত সাধ্য নিয়েই ছিন্নমূল আর যৌনকর্মীদের সন্তানদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে তার এই সংগঠন।
 
হাজেরা বেগম এখন ৪৪ শিশুর মা। গর্ভের সন্তান না হলেও তারা সবাই এই নারীকে মা বলেই ডাকে। পরম মমতায় লেখাপড়া শিখিয়ে বড় করছেন এই শিশুদের।

৭ বছর বয়সে সৎমায়ের নির্যাতনে বাড়িছাড়া হন হাজেরা। তারপর রাজধানীর পথে পথে। রাত কাটিয়েছেন রাস্তায়। একসময় বিক্রি হয়ে গেছেন দালালের কাছে।

২০০০ সালের কেয়ার বাংলাদেশের এইডস নিরোধ কার্যক্রমের আওতায় যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংঘে প্রথম কাজ শুরু করেন হাজেরা। পরে কেয়ারের সহায়তায় যৌনকর্মীদের সন্তানদের জন্য কাজ শুরু করেন তিনি। শিশুদের জন্য বিদেশি সহায়তা বন্ধ হলেও হাল ছাড়েননি হাজেরা। নিজেই দায়িত্ব নেন অসহায় শিশুদের।

সৌজন্যে : চ্যানেল ২৪, বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.