Sylhet View 24 PRINT

ইতালিতে করোনায় আক্রান্ত তৃতীয় বাংলাদেশির মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ০১:৫৬:০৭

সিলেটভিউ ডেস্ক :: ইতালির মিলানে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মজিবুর রহমান মজু (৪৬) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে মিলানোর সান পাওলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মিলানোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মিলানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তিনি।

মজুর বাড়ি কুমিল্লা জেলায়। তার মৃত্যুতে মিলানে বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইতালিতে এ নিয়ে তিন বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আক্রান্ত হয়েছেন আরও চার বাংলাদেশি। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাসায় হোম কোয়ান্টাইনে আছেন চিকিৎসকের পরামর্শে।

এদিকে ইতালিতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশিসহ স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বেড়েই চলেছে।

বৃহস্পতিবার দেশটিতে আরও ৭৬০ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে।

মোট সুস্থ ও আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪৫। সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে করোনা বিপর্যয় মোকাবিলায়।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.