Sylhet View 24 PRINT

মাত্র ৫০ পয়সা খরচ কইরা তোরে আমি মারমু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৫ ১৯:১৯:৪৮

সিলেটভিউ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে উপজেলা সদরের মধ্যপাড়ার বাসায় ঢুকে ১২ দিন আগে সন্ত্রাসীরা তাকে গুলি করেছিল। এরপর মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছে। তবে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

সূত্র জানায়, রফিকুল ইসলাম নবীনগর বাজারের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী। মার্সেল পণ্যের ডিলার হিসেবে নিযুক্ত তিনি। গত ১২ মে সন্ধ্যায় মুখোশ পরা অস্ত্রধারী দুই যুবক তার বাসায় ঢুকে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলি করে। ঘটনার দুইদিন পর সার্কেল এএসপি মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশ স্থানীয় এক সাংবাদিকের ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে ৪৭ রাউন্ড গুলিসহিএকটি রিভলবার জব্দ করে। তবে সাংবাদিকের ভাই পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ব্যবসায়ী রফিকুল ইসলামকে রবিবার ফের হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রবিবার রাত আনুমানিক নয়টার দিকে মোবাইল ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে গালাগালিসহ বলা হয় -তোরে মারতে আমার মাত্র ৫০ পয়সা খরচ হইবো। কথাটা মনে রাখিস। তোর পুলিশ বাপে কয়দিন বাঁচাইবো তোরে? আমিও দেখমু, তোরে কয়দিন বাঁচায় পুলিশ? মনে রাখিস, তোর মরনডা আমার হাতেই। মাত্র ৫০ পয়সা খরচ কইরা তোরে আমি মারমু .....’

মোবাইল ফোনের এসব অডিও রেকর্ড পুলিশ ও র‌্যাব যাচাই করছে। এ ঘটনার পর পরিবারসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান রফিকুল।

পুলিশের নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে সন্ত্রাসী দলটির প্রধানকে গ্রেপ্তারের জন্য কাজ করছে।  এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারীদের ব্যবহৃত অত্যাধুনিক রিভারবারটি। সন্ত্রাসী দলটির সঙ্গে স্থানীয় কমপক্ষে ১০ জন নানাভাবে জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.