Sylhet View 24 PRINT

ডা. জাফরুল্লাহর শরীরে করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৫ ২১:২৩:২৭

সিলেটভিউ ডেস্ক :: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (২৪ মে) জ্ব অনুভূত হওয়ায় তার শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। পরে ফলাফলে করোনা পজেটিভ আসে। তার পরীক্ষা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা কিটে।
সোমবার (২৫ মে) গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে এ তথ্য মিলেছে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বলেন, ‘রবিবার বিকেল পাঁচটায় তিনি গণস্বাস্থ্য নগর কেন্দ্রে করোনা টেস্ট করেন। তাতে জানতে পারেন তিনি আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।’

এছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেও গণমাধ্যমকে বলেন, ‘গতকাল (রবিবার) আমার থুথু পজিটিভ হয়েছে। তিনদিন হলে অ্যান্টিবডি পজিটিভ হয়। আগামীকাল মঙ্গলবার অ্যান্টিবডি পজিটিভ হবে।’

খ্যাতিমান চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।-ঢাকাটাইমস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.